অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

উত্তরার গার্ডার দুর্ঘটনায় ৫ মৃত্যু, বেঁচে রইলেন শুধু নবদম্পতি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৯:৪১ পিএম, ১৫ আগস্ট ২০২২ সোমবার  

রাজধানীর উত্তরায় বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) স্থাপনা প্রকল্পের একটি গার্ডার দুর্ঘটনায় পাঁচ প্রাইভেট কার আরোহী নিহত হয়েছেন। বেঁচে আছেন শুধু দুইজন।

সোমবার (১৫ আগস্ট) বিকেলের দিকে গার্ডারটি ভেঙে একটি প্রাইভেটকারের ওপর পড়ে। এসময় প্রাইভেটকারে থাকা সাতজনের মধ্যে পাঁচজনই ঘটনাস্থলে নিহত হন।

যে দুজন বেঁচে আছেন তাদের নাম হৃদয় (২৫) ও রিয়া মনি (২১)। তারা নবদম্পতি। বিয়ে হয়েছে গত শনিবার। তাদের গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। 

সোমবার স্বজনেরা নবদম্পতিকে নিয়ে কনের বাবার বাড়ি যাচ্ছিলেন। পথে উত্তরার জসিমউদ্দিন মোড় সংলগ্ন সড়কে বিআরটির প্রকল্পের গার্ডার পড়ে তাদের প্রাইভেটকারের ওপর।

প্রাইভেটকারে আরোহী সাতজনের মধ্যে ছিলেন হৃদয়ের বাবা মোঃ রুবেল (৬০), হৃদয়ের শাশুড়ি ফাহিমা (৪০), কনে রিয়া মনির খালা ঝরনা (২৮), ঝরনার দুই সন্তান জান্নাত (৬) ও জাকারিয়া (২)। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে।