অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

‘মাদক বিজ্ঞানী’ সাইদ কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৪:৫৭ পিএম, ৭ আগস্ট ২০২২ রোববার   আপডেট: ০৫:০৩ পিএম, ৭ আগস্ট ২০২২ রোববার

ফাইল ছবি

ফাইল ছবি

মাদক নিয়ে গবেষণা করা ওনাইসী সাঈদ ওরফে রেয়ার সাঈদকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

রোববার (৭ আগস্ট) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিকের আদালত এই আদেশ দেন।

এর আগে তিন দিনের রিমান্ডে শেষে মামলাটির তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই মোহাম্মদ মামুন মিয়া আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

গত ৩ আগস্ট তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

জানা যায়, গত ১ আগস্ট রাতে রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে মাদক গবেষক সাঈদকে গ্রেপ্তার করা হয়। এসময় তার গুলশানের বাসা থেকে ১০১ গ্রাম কুশ, ৬ গ্রাম হেম্প, ০.০৫ গ্রাম মলি, ১ গ্রাম ফেন্টানল, ১৮ গ্রাম কোকেন, ১২৩ পিচ এক্সট্যাসি, ২৮ পিচ এডারল ট্যাবলেট জব্দ করে র‌্যাব। পাওয়া যায় ২ কোটি ৪০ লাখ টাকা ও অন্তত ৫০ লাখ টাকার মার্কিন ডলার।