অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ডিআইজি মিজানের সম্পদের মামলায় সাক্ষ্য গ্রহণের নতুন তারিখ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০২:৩৭ পিএম, ৭ আগস্ট ২০২২ রোববার  

ফাইল ছবি

ফাইল ছবি

অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিং আইনের মামলায় ডিআইজি মিজানসহ চার জনের বিরুদ্ধে  সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়ে আগামী ১৪ আগস্ট ধার্য করেছেন আদালত। 

রোববার (৭ আগস্ট) ঢাকার বিশেষ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালতে মামলাটির সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিলো।  কিন্তু এদিন কোন সাক্ষী আদালতে উপস্থিতিত হয়নি। এজন্য আদালত সাক্ষ্য গ্রহণের জন্য নতুন করে এই তারিখ ধার্য করেন।

মামলাটিতে এখন পর্যন্ত চার্জশিটভুক্ত ৩৩ জন সাক্ষীর মধ্যে ২৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।

মামলার অপর আসামিরা হলেন,  ডিআইজি মিজানের স্ত্রী সোহেলিয়া আনার ওরফে রত্মা রহমান, ছোট ভাই মাহবুবুর রহমান ও ভাগ্নে মাহমুদুল হাসান। ডিআইজি মিজান কারাগারে রয়েছেন। এদিন তাকে আদালতে হাজির করা হয়। ডিআইজি মিজানের স্ত্রী সোহেলিয়া আনার ওরফে রত্মা রহমান পলাতক রয়েছেন। তার ভাই মাহবুবুর রহমান এবং ভাগ্নে মাহমুদুল হাসান জামিনে আছেন।

২০২০ সালের ২০ অক্টোবর একই আদালত আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শেষে ২০১৯ সালের ২৪ জুন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদ বাদী হয়ে ডিআইজি মিজানসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন।