অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

৮ হাজার রানের ক্লাবে তামিম

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১:৫৮ পিএম, ৫ আগস্ট ২০২২ শুক্রবার  

বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৮ হাজার রানের ক্লাবে নাম লেখালেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।

আজ থেকে হারারেতে শুরু হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৮৮ বলে ৯টি চারে ৬২ রান করেন তামিম। এই ইনিংসের সুবাদে ওয়ানডেতে ৮ হাজার রান পূর্ণ করেন তামিম।

এ ম্যাচের আগে ওয়ানডেতে তামিমের পরিসংখ্যান ছিলো ২২৮ ম্যাচে ২২৬ ইনিংসে ৭৯৪৩ রান। তাই ৮ হাজার পূর্ণ করতে ৫৭ রান দরকার ছিলো বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের। আজ বাংলাদেশের ব্যাটিং ইনিংসের ২৪তম ওভারের পঞ্চম বলে বাউন্ডারিতে ৮ হাজার রান পূর্ণ করেন তামিম। এখন ২২৯ ম্যাচে ২২৭ ইনিংসে ১৪টি সেঞ্চুরি ও ৫৪টি হাফ সেঞ্চুরিতে ৮০০৫ রান তামিমের। ব্যাটিং গড়- ৩৭.০৬।

২০০৭ সালের ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে হারারের গ্রাউন্ডেই ওয়ানডে অভিষেক হয়েছিলো তামিমের।

তামিমের পর বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান সাকিব আল হাসানের। ২২১ ম্যাচে ২০৯ ইনিংসে ৬৭৫৫ রান আছে সাকিবের। তৃতীয়স্থানে আছেন মুশফিকুর রহিম।