অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

থাইল্যান্ডে নাইটক্লাবে অগ্নিকান্ডে ১৩ জন নিহত

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০২:১০ পিএম, ৫ আগস্ট ২০২২ শুক্রবার  

থাইল্যান্ডের একটি নাইটক্লাবে শুক্রবার ভোররাতে আগুন লেগে কমপক্ষে ১৩ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছে, একজন উদ্ধারকারী কর্মকর্তা এ কথা জানান।

নাম প্রকাশ না করার শর্তে সাওয়াং রোজানাথম্মাসথান রেসকিউ ফাউন্ডেশনের একজন কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, ব্যাংককের দক্ষিণে প্রায় ১৫০ কিলোমিটার (৯০ মাইল) দূরে চোনবুরি প্রদেশের সত্তাহিপ জেলার মাউন্টেন বি নাইটস্পটে (বৃহস্পতিবার ১৮০০ জিএমটি) গতরাত ১:০০টার দিকে আগুনের সূত্রপাত হয়।

রেসকিউ সার্ভিসের পোস্ট করা ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে ক্লাবের বিনোদনকারীরা মরিয়া হয়ে চিৎকার করে ক্লাব থেকে পালানোর চেষ্টা করছে, তাদের জামাকাপড় পুড়ে গেছে, তাদের পেছনে আগুন জ্বলছে।

উদ্ধারকারী সংস্থাটি বলেছে, ক্লাবের দেয়ালে মিউজিক্যাল সরঞ্জামের দাহ্য ফোম আগুনের বিস্তার ত্বরান্বিত করেছে এবং এটি নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের তিন ঘণ্টারও বেশি সময় লেগেছে।

সংস্থা জানায়, মৃতদের মধ্যে চারজন মহিলা এবং নয়জন পুরুষ, বেশিরভাগই ক্লাবের প্রবেশ পথে এবং বাথরুমে পাওয়া গেছে, তাদের দেহ মারাত্মকভাবে পুড়ে গেছে। নিহতরা সবাই থাই নাগরিক বলে ধারণা করা হচ্ছে।