অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

৫ কোটি ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে সাকিবের লিগ্যাল নোটিশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৩:৫২ পিএম, ২৪ জুলাই ২০২২ রোববার   আপডেট: ০৩:৫৫ পিএম, ২৪ জুলাই ২০২২ রোববার

ক্রিকেটার সাকিব আল হাসান। ফাইল ছবি

ক্রিকেটার সাকিব আল হাসান। ফাইল ছবি

চুক্তি ভঙ্গ করে বেআইনিভাবে ব্র্যান্ড ইমেজ, ছবি ব্যবহার করার অভিযোগে বাংলালিংক ও যমুনা ব্যাংককে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। তার ইমেজ ক্ষুণ্ন করায় দুই প্রতিষ্ঠানের কাছে ৫ কোটি ৮০ লাখ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।

রোববার (২৪ জুলাই) সাকিব আল হাসানের পক্ষে ব্যারিস্টার আশরাফুল হাদী এ নোটিশ পাঠান। 

এ খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সাকিবের বিজ্ঞাপন সংস্থার এজেন্ট নাফিস মোমিন।

তিনি বলেছেন, ‘হ্যাঁ, বাংলালিংক এবং যমুনা ব্যাংকে উকিল নোটিশ পাঠানো হয়েছে। তারা ইমেজ ব্যবহার করেছে। তাও আবার কোনো অনুমিত ছাড়া এবং চুক্তির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও।’ 

তিনি আরো বলেছেন, ‘২০১৬ সালের এপ্রিলে বাংলালিংকের সঙ্গে চুক্তি শেষ হয়েছিল। দুই বছরের চুক্তি ছিল। সেটা ২০১৬ সালের এপ্রিলে শেষ হয়েছিল। এরপর কোনো টেলিকমের সঙ্গে চুক্তি করতে পারবে না বিসিবি একটা আদেশ দিয়েছিল।’ 

টাকার অঙ্ক নিয়ে তিনি আরো বলেন, ‘মোট ৫ কোটি ৭৫ লাখ টাকার ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।’ 

২০১৪ সালে স্ত্রী উম্মে আহেমদ শিশিরকে সঙ্গে নিয়ে বাংলালিংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন সাকিব। তাদের দুজনের একাধিক বিজ্ঞাপণ টিভির পর্দায় দেখা যায়। 

বাংলালিংক ব্যবসায়িক মুনাফার উদ্দেশ্যে বিনা অনুমতিতে বেআইনিভাবে সাকিবের ছবি, ইমেজ ও বিজ্ঞাপণ এখনো ব্যবহার করছে যমুনা ব্যাংকের সঙ্গে। সাকিবের বিজ্ঞাপণী সংস্থা যমুনা ব্যাংকের বুথে বাংলালিংকের বিজ্ঞাপণ শনাক্ত করে। চুক্তি শেষ হওয়ার পর সাকিবের ছবি, ইমেজ বা বিজ্ঞাপণ ব্যবহার করার অনুমতি নেই। সেই চুক্তি অনুযায়ী ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। 

৭দিনের মধ্যে এই ক্ষতিপূরণ পাওয়া না গেলে আইনি পদক্ষেপে যাবেন সাকিব। আইনভঙ্গের কারণে ক্রিমিনাল মামলা এবং ক্ষতিপূরণ আদায়ের মোকাদ্দমা করা যেতে পারে।