অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রিমান্ড শেষে কারাগারে পদ্মা সেতুর নাট খোলা বায়েজিদ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৩:৪২ পিএম, ৬ জুলাই ২০২২ বুধবার  

ফাইল ছবি

ফাইল ছবি

পদ্মা সেতুর নাট খুলে টিকটক ও ভিডিও করা বায়েজিদ তালহাকে সাত দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে শরীয়তপুরের আদালত।

বুধবার (৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক সামসুল আলম তার জামিন আবেদন নাকচ করে এ রায় দেন।

জানা গেছে, গত ২৬ জুন পদ্মা সেতুতে যান চলাচল শুরুর দিন রেলিংয়ের নাট খোলার ভিডিও টিকটকে ছড়িয়ে সন্ধ্যায় সিআইডির হাতে গ্রেপ্তার হন এক যুবক। পরে জানা যায়, বায়েজিদ তালহা নামে পরিচিত, তবে তার জাতীয় পরিচয়পত্রের নাম মো. বাইজিদ। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে পুলিশ।

আদালত পুলিশের পরিদর্শক মো. জাহাঙ্গীর জানান, গত ২৭ জুন বাইজীদকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়েছিল। শুনানি শেষে বিচারক তাকে ৭ দিনের রিমান্ডে পাঠান।

আসামিপক্ষের আইনজীবী শহিদুল ইসলাম বলেন, আজ বুধবার আদালতের আদেশে আমরা ক্ষুব্ধ। ন্যায়বিচারের স্বার্থে জজ আদালতে জামিনের আবেদন করব।