অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ইউক্রেনের ওডেশায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৪

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ১১:৪৯ এএম, ১ জুলাই ২০২২ শুক্রবার  

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী ওডেশায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (১ জুলাই) স্থানীয় সময় ভোরের দিকে এ হামলার ঘটনা ঘটে। 

ইউক্রেনের আঞ্চলিক এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। কৃষ্ণ সাগরের কৌশলগত ফাঁড়ি স্ন্যাক আইল্যান্ড থেকে রুশ সেনাদের বিতাড়িত করার একদিন পরই এ হামলা চালানো হলো।

এক বিবৃতিতে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৯ তলা বিশিষ্ট একটি ভবন ধসে যায়। এতে নিহত হন ১৪ জন এবং আরও ৩০ জনের মতো মানুষ আহত হয়েছেন।

ওডেশা আঞ্চলিক প্রশাসনের মুখপাত্র সের্হি ব্রাচুক ইউক্রেনের রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন যে, ভবনটির একটি অংশ ধসে পড়ার পরে কিছু লোক ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েছে। তাদের উদ্ধারে অভিযান চলছে।