অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ইউক্রেনের মিকোলাইভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০৬:৪৬ পিএম, ২৯ জুন ২০২২ বুধবার  

আবারও ইউক্রেনের বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে রাশিয়া। এবার দেশটির মিকোলাইভ শহরে আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত তিনজন নিহত হয়েছে। বুধবার (২৯ জুন) বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।  

স্থানীয় কর্তৃপক্ষ জানান, হামলায় ৫ জন আহত হয়েছে এবং উদ্ধার অভিযান চলছে। মেয়র ওলেকসান্দার সেনকিভিচ বলেন, শহরে ৮টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তিনি শহরের বাসিন্দাদের নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জানান। 

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন পুতিন। এরপর থেকে আজ পর্যন্ত টানা ১২৬ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।