অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

করোনা বাড়তে থাকায় চিন্তিত: স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০২:২১ পিএম, ২৯ জুন ২০২২ বুধবার   আপডেট: ০৫:২৮ পিএম, ২৯ জুন ২০২২ বুধবার

দেশে করোনার সংক্রমণ বাড়তে থাকায় বিষয়টি নিয়ে কিছুটা চিন্তিত বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 

তিনি বলেন, করোনা এখন ঊর্ধ্বমুখী। আমরা কিছুটা চিন্তিত তবে শঙ্কিত নই। 

বুধবার (২৯ জুন) সচিবালয়ে স্বাস্থ্যসেবা বিভাগের আওতাধীন দফতর/সংস্থার সাথে ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা এখন ঊর্ধ্বমুখী। তবে আমরা প্রস্তুত আছি। আমাদের হাসপাতালের উন্নয়ন কাজ চলমান আছে। হাসপাতালে তেমন রোগী নেই। রোগী এলেও চিকিৎসা দেওয়ার পূর্ণ ব্যবস্থা আছে।

এপিএ চুক্তি প্রসঙ্গে মন্ত্রী বলেন, এখন ভ্যাকসিন দেওয়া এবং করোনা নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ কাজ। জনবল নিয়োগও গুরুত্বপূর্ণ কাজ। এজন্য পরিকল্পনা নিতে হবে। এরপর মাঠে নামতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে যাতে কাজ সম্পন্ন হয়, সেদিকে নজর দেওয়ার জন্য কর্মকর্তাদের তাগিদ দেন স্বাস্থ্যমন্ত্রী।

এদিকে, করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে দেশে আবারও ‘নো মাস্ক, নো সার্ভিস’ নীতি গ্রহণ করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ মঙ্গলবার (২৮ জুন) সব মন্ত্রণালয় ও বিভাগকে এ সংক্রান্ত ৬ দফা আদেশ বাস্তবায়নে চিঠি দিয়েছে।

মঙ্গলবার (২৮ জুন) দেশে করোনা সংক্রমণে তিনজনের মৃত্যু হয়েছে। ওইদিন দেশে ২ হাজার ৮৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। আগের দিন করোনা শনাক্ত হয়েছিল ২ হাজার ১০১ জনের। করোনায় মৃত্যু হয়েছিল দুজনের।