অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্রকারীদের খুঁজতে কমিশন গঠনের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০১:১৩ পিএম, ২৮ জুন ২০২২ মঙ্গলবার  

পদ্মা সেতু নিয়ে নেপথ্যে ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে সরকারকে কমিশন গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ৩০ দিনের মধ্যে এ কমিটি গঠন করতে হবে। গঠিত কমিটিকে দুই মাসের মধ্যে রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে। 

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের দ্বৈত বেঞ্চ আজ মঙ্গলবার (২৮ জুন) এই আদেশ দেন। 

আদালত বলেন, কমিশনের রিপোর্ট না পেলে আমরা অগ্রসর হতে পারবো না।

এর আগে, গত রবিবার (২৬ জুন) পদ্মা সেতু নির্মাণ চুক্তি নিয়ে দুর্নীতির মিথ্যা গল্প সৃষ্টির নেপথ্যের ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে কমিশন গঠন প্রশ্নে জারি করা রুল শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করা হয়।