অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সিলেট রেলস্টেশন বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, সিলেট

প্রকাশিত: ০২:১২ পিএম, ১৮ জুন ২০২২ শনিবার  

বন্যার পানি ঢুকে পড়ায় সিলেট রেলস্টেশন বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও স্টেশন থেকে ট্রেন চলবে বলে জানা গেছে।

শনিবার (১৮ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে জেলার রেলস্টেশন বন্ধ করা হয় বলে জানিয়েছে স্টেশন সূত্র।

বৃষ্টি আর পাহাড়ি ঢল অব্যাহত থাকায় আজ দুপুর ১২টার দিকে সিলেট ও সুনামগঞ্জের সব বিদ্যুৎ উপকেন্দ্র বন্ধ করে দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এতে দুই জেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে।

ভয়াবহ বন্যায় ভাসছে সিলেটসহ হাওড়াঞ্চল। ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই আবারও থইথই পানিতে পুরো জনপদ। পানিবন্দি লাখ লাখ মানুষকে উদ্ধারে প্রশাসনের সঙ্গে মাঠে নেমেছেন সেনা ও নৌবাহিনীর সদস্যরাও।