অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

২৪ ঘণ্টায় ৪৩৩ জনের করোনা শনাক্ত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৪:৫২ পিএম, ১৭ জুন ২০২২ শুক্রবার  

করোনাক্রান্তের বড় ধরণের লাফ! গত ২৪ ঘণ্টায় দেশে ৪৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এসময়ে করোনায় কারও মৃত্যু হয়নি। তবে এসময় আক্রান্তের হার বেড়েছে।

শুক্রবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

২৪ ঘণ্টায় ৬ হাজার ৯০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হারও বেড়ে ৬ দশমিক ২৭ শতাংশ হয়েছে।

এ নিয়ে টানা ১৫ দিন করোনা শনাক্তের সংখ্যা ঊর্ধ্বমুখী। ২ জুন ২২ জন, ৩ জুন ২৯ জন,  ৪ জুন ৩১ জন,  ৫ জুন ৩৪ জন,  ৬ জুন ৪৩ জন, ৭ জুন ৫৪ জন, ৮ জুন ৫৮ জন, ৯ জুন ৫৯ জন, ১০ জুন ৬৪ জন, ১১ জুন ৭১ জন, ১২ জুন ১০৯ জন ও ১৩ জুন ১২৮ জন, ১৪ জুন ১৬২ জন, ১৫ জুন ২৩২ জন, ১৬ জুন ৩৫৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৫৫ হাজার ৪২৭ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১৩১ জন। গত ২৪ ঘণ্টায় ৯৩ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ৭১১ জন।