অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ইউজিসি`র সাথে পাবিপ্রবি`র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর

ইউনিভার্সিটি করেনপন্ডেন্ট, পাবিপ্রবি

প্রকাশিত: ১০:৪২ পিএম, ১৫ জুন ২০২২ বুধবার  

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সাথে ২০২২-২৩ অর্থবছরের জন্য পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে।

কক্সবাজারের ইনানী বীচে হোটেল সি পার্ল এ  চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়। এসময়  কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. দিল আফরোজা বেগম সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) বিজন কুমার ব্রহ্ম চুক্তিতে স্বাক্ষর করেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পক্ষে স্বাক্ষর করেন কমিশনের সচিব ড. ফেরদৌস জামান। 

কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর, অধ্যাপক ড. মো. আবু তাহের এবং বিশ্ববিদ্যালয়ের এপিএ ফোকাল পয়েন্ট কর্মকর্তা সহকারী পরিচালক মো. মইনুল ইসলাম এসময় সেখানে উপস্থিত ছিলেন।