অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

খালেদা জিয়াকে বলির পাঁঠা বানানো ঠিক নয়: তথ্যমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ১২ জুন ২০২২ রোববার   আপডেট: ০৬:০২ পিএম, ১২ জুন ২০২২ রোববার

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি নেতাদের খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনৈতিক দুরভিসন্ধি কিংবা অভিলাষ পূর্ণ করার যে অপচেষ্টা, বেগম জিয়াকে বলির পাঁঠা বানানো, সেটা সঠিক নয়।

রোববার (১২ জুন) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘শেখ হাসিনা ও ঘুরে দাঁড়ানোর বাংলাদেশ’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।  

তথ্যমন্ত্রী বলেন, ‘তথ্যমন্ত্রী বলেন, এবার খালেদা জিয়ার মাইল্ড স্ট্রোক হয়েছে। ইতোমধ্যে রিং পরানো হয়েছে। আমরা আশা করি খুব দ্রুত সুস্থ হয়ে বাড়ি যাবেন। বিদেশ নেওয়ার যে দাবি, এটা হচ্ছে রাজনৈতিক দাবি। রাজনৈতিক দুরভিসন্ধি থেকে এ দাবিগুলো করছে। বিএনপি নেতাদের খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনৈতিক দুরভিসন্ধি কিংবা অভিলাষ পূর্ণ করার যে অপচেষ্টা—খালেদা জিয়াকে বলির পাঁঠা বানানো, সেটা সঠিক নয়।’

হাসান মাহমুদ বলেন, ‘বাংলাদেশের চিকিৎসকরা চিকিৎসা দিয়ে বেগম খালেদা জিয়াকে সুস্থ করতে পারেন সেটা আগে প্রমাণ করেছেন তারা। খালেদা জিয়া আগে অসুস্থ ছিলেন, অনেক দিন হাসপাতালে ছিলেন। তখন বিএনপি সকাল-বিকাল-সন্ধ্যায় সমাবেশ করে বলত খালেদা জিয়াকে বিদেশ না নিলে বাঁচবেন না, তার জীবন সংকটাপন্ন। এগুলো যখন তারা সমস্বরে বলছিলেন, তখনই খালেদা জিয়া দুই দফায় সুস্থ হয়ে বাড়ি গেছেন।’

বিএনপিসহ পদ্মা সেতুর সমালোচনাকারীদের সেতু উদ্বোধনের দিন দাওয়াত দেয়া হবে বলেও জানান তথ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘এ বিষয়ে আমাদের সড়ক ও সেতুমন্ত্রী বলেছেন, সবাইকে আমন্ত্রণ জানানো হবে। তারা এ বিষয় নিয়ে ভালো বলতে পারবেন। তিনি ইতোমধ্যে বলেছেন বিশ্বব্যাংকসহ সবাইকে আমন্ত্রণ জানানো হবে।’