অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সীতাকুণ্ডে বিস্ফোরণ: চিকিৎসাধীন আরও ১ জনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৩:৪২ পিএম, ১২ জুন ২০২২ রোববার   আপডেট: ০৩:৫১ পিএম, ১২ জুন ২০২২ রোববার

চট্টগ্রামের সীতাকুণ্ড বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় দগ্ধ নুরুল কাদের (২২) নামে আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

রোববার (১২ জুন) দুপুরে ১টা ৫৭ মিনিটে চট্টগ্রাম নগরীর বেসরকারি হাসপাতাল পার্ক ভিউতে মারা যান তিনি। এখন পর্যন্ত এই ঘটনায় ৪৮ জনের মৃত্যু হয়েছে।

এর আগে রোববার ভোরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও একজন ফায়ার ফাইটার।

পার্কভিউ হাসপাতালের ডিজিএম মো. হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করে জানান, হাসপাতালে চিকিৎসাধীন থাকা নুরুল কাদের নামে আরেক ব্যক্তি আজ দুপুর ২টার দিকে মারা গেছেন।  হাসপাতালে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। 

উল্লেখ্য, গত ৫ জুন রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম শহর থেকে ৩০ কিলোমিটার দূরে সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন লাগার ঘণ্টাখানেকের মধ্যে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে।