অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

হাসপাতালে সংগীতশিল্পী হায়দার হোসেন

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৩:০০ পিএম, ৮ জুন ২০২২ বুধবার   আপডেট: ০৩:১১ পিএম, ৮ জুন ২০২২ বুধবার

সংগীতশিল্পী হায়দার হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (৭ জুন) সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

এ গায়কের স্ত্রী নুসরাত জাহান জানান, ‘হায়দার হোসেনের ডায়াবেটিসজনিত জটিলতা রয়েছে। মঙ্গলবার ডায়াবেটিস বেড়ে যাওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি আছেন। দুই-তিন দিন এখানে থাকতে হবে। তবে দুপুরের পর থেকে ডায়াবেটিস স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে।’

হায়দার হোসেন বাংলাদেশ বিমান বাহিনীতে একজন বিমান প্রকৌশলী হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৭৯ সাল থেকে তিনি সংগীত পেশার সাথে সম্পৃক্ত। বিখ্যাত সুরকার আলম খানের সঙ্গে প্লেব্যাক গিটার বাজাতেন তিনি এবং এরপর পপ সম্রাট আজম খান এর সঙ্গে কাজ করতেন।