অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:০৫ এএম, ১৬ নভেম্বর ২০২০ সোমবার   আপডেট: ১২:৫১ পিএম, ১৬ নভেম্বর ২০২০ সোমবার

বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা কর্নেল শওকত আলী মারা গেছেন। সম্মিলিত সামরিক হাসপাতালে সোমবার (১৬ নভেম্বর) সকাল ৯.৩০ মিনিটি তার মৃত্যু হয়। (ইন্নানিল্লাহি ওয়া ইন্ন্ইলাইহি রাজিউন।)

ছয় বারের সংসদ সদস্য, ঐতিহাসিক আগরতলা মামলার ২৬ নম্বর অভিযুক্ত এই রাজনীতিকের মরদেহ বিকাল ৩টায় জাতীয় শহীদ মিনারে রাখা হবে শ্রদ্ধা নিবেদনের জন্য।

পরে বাদ মাগরিব নামজে জানাজা বায়তুল মোকারম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে। 

** ‘আমি হারালাম বঙ্গবন্ধুর আদর্শের একজন বিশ্বস্ত সহকর্মীকে’

আগামীকাল সশস্ত্র বাহীনির হেলিকোপটারে সকাল ১০ টায় শরিয়তপুরের নড়িয়ায় নেওয়া হবে, নড়িয়া শহীদ মিনারে রাখা হবে সর্বস্তরের মানুষের সম্মান প্রদর্শনের জন্য। বাদ জোহর নড়িয়া বি এল উচ্ বিদ্যালয়ে জানাজা শেষে নিজ বাড়ীতে শরিয়তপুরের নড়িয়ায় স্বাধীনতা ভবন প্রাঙ্গণে চির নিদ্রায় শায়িত করা হবে।