অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

প্রকাশ্য দিবালোকে পাঞ্জাবি গায়ককে গুলি করে হত্যা

এন্টারটেইনমেন্ট ডেস্ক

প্রকাশিত: ০৬:০৭ পিএম, ৩০ মে ২০২২ সোমবার   আপডেট: ০৬:১৫ পিএম, ৩০ মে ২০২২ সোমবার

প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয়েছে পাঞ্জাবের গায়ক সিধু মুসওয়ালাকে।

রোববার (২৯ মে) সন্ধ্যায় পাঞ্জাবের মানসা জেলায় সিধুকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়।

এ ঘটনায় তিনি ছাড়াও আরো দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। যাদের অবস্থা আশঙ্কাজনক।

জানা গেছে, এদিন সকালে দুই বন্ধুকে সঙ্গে নিয়ে গাড়ি চালিয়ে পাঞ্জাবের মনসায় যাওয়ার সময় বন্দুকধারীদের হামলার শিকার হন সিধু। এসময় কমপক্ষে ৩০ রাউন্ড গুলি ছোড়ে সন্ত্রাসীরা। ফলে ঘটনাস্থলেই মারা যান সিধু।

ছেলের এই হত্যাকাণ্ডের বিচার চেয়ে ইতোমধ্যেই সিধু মুসওয়ালার বাবা বলকাউর সিং পাঞ্জাব পুলিশের কাছে একটি মামলা দায়ের করেছেন। অভিযোগে তিনি জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই তার ছেলে ফোনে লরেন্স বিশনোই গ্যাংয়ের বেশ কিছু গ্যাংস্টারদের থেকে হুমকি পেয়ে আসছিল। কিন্তু শেষমেশ যে বিষয়টি এমন হবে সেটি কল্পনাও করতে পারেননি তিনি।

২০২২ সালের পাঞ্জাবের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে লড়েছিলেন সিধু। আম আদমি পার্টির প্রার্থীর কাছে ৬৩ হাজারের কাছাকাছি ভোটে পরাজিত হন তিনি। হেরে যাওয়ার পর আম আদমি পার্টির ভোটদাতাদের তিনি ‘বিশ্বাসঘাতক’ বলে দাবি করে গান বাঁধেন।

সম্প্রতি সিধুসহ ৪২৪ জন ভিআইপি’র নিরাপত্তার ব্যবস্থা কাঁটাছাট করে রাজ্য সরকার। সেই নিরাপত্তা ব্যবস্থা তুলে নেওয়ার একদিন পরই ঘটল এই হামলার ঘটনা। 

সূত্র:  পিঙ্কভিলা