অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

খালেদা জিয়ার দুই মামলায় চার্জশুনানির নতুন তারিখ

স্টাফ করেসপন্ডেন্ট 

প্রকাশিত: ০৪:৫৬ পিএম, ১১ মে ২০২২ বুধবার   আপডেট: ০৪:৫৬ পিএম, ১১ মে ২০২২ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা তথ্যের ভিত্তিতে ভুয়া জন্মদিন পালন এবং ও যুদ্ধাপরাধীদের মদদ দেওয়ার অভিযোগে দায়ের করা মানহানির দুই মামলায়  চার্জগঠনের বিষয়ে শুনানির তারিখ আগামী ২৬ মে ধার্য করেছেন আদালত।   

বুধবার (১১ মে ) ঢাকার অ্যাডিশনাল চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আসাদুজ্জামান নূরের আদালত এই তারিখ ধার্য করেন। 

এদিন মামলাটির চার্জগঠন শুনানির জন্য তারিখ ধার্য ছিলো। কিন্তু এদিন খালেদা জিয়া অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি। এজন্য তার পক্ষে সময় আবেদন করেন অ্যাডভোকেটরা।  আদালত সময় আবেদন মঞ্জুর করে চার্জশুনানির এ তারিখ ধার্য করেন।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম ২০১৬ সালের ৩০ আগষ্ট ভুয়া জন্মদিন পালনের অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাটি করেন।

২০১৬ সালের ৩ নভেম্বর বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী ‘স্বীকৃত স্বাধীনতা বিরোধীদের গাড়িতে জাতীয় পতকা তুলে দিয়ে দেশের মানচিত্র এবং জাতীয় পতাকার মানহানি ঘটানোর অভিযোগে আদালতে একটি মানহানির মামলা দায়ের করেন।