অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

৯ ঘণ্টা পর ৩ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট, কুমিল্লা

প্রকাশিত: ০২:০৭ পিএম, ৯ মে ২০২২ সোমবার  

ফাইল ছবি

ফাইল ছবি

কুমিল্লায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ৯ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রামসহ ৩ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। 

সোমবার (৯ মে) দুপুর ১টা ১৫ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে জংশনের সহকারী প্রকৌশলী লেয়াকত আলী মজুমদার।

তিনি জানান, লাইন মেরামতকাজ শেষ করে উদ্ধারকারী ট্রেন লাকসাম ও আখাউড়া রেলওয়ে জংশন পৌঁছেছে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে সোমবার (৯ মে) ভোর ৪টার দিকে কুমিল্লার রাজাপুর রেলস্টেশনে ঢাকাগামী মালবাহী কন্টেইনার ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট ও ঢাকা-নোয়াখালী রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে।