অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

টুইটার ব্যবহারে লাগবে খরচ

সাই-টেক ডেস্ক

প্রকাশিত: ০৪:০৪ পিএম, ৪ মে ২০২২ বুধবার  

টুইটারের মালিকানা কিনে নেয়ার পর নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা এলন মাস্ক। তিনি জানিয়েছেন, বাণিজ্যিক ও সরকারিভাবে ব্যবহারকারীদের সামান্য খরচ দিতে হতে পারে। এক টুইটে তিনি এ তথ্য জানান।

তবে মাস্ক বলেছেন, সাধারণ ব্যবহারকারীরা আগের মতোই বিনামূল্যে ব্যবহার করতে পারবেন টুইটার।

বুধবার (৪ মে) এক টুইটার পোস্টে ইলন  মাস্ক বলেন, টুইটার সবসময় সাধারণ ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে থাকবে, তবে বাণিজ্যিক/সরকারি ব্যবহারকারীদের সামান্য খরচ করতে হতে পারে।

এর আগে এলন মাস্ক বলেছিলেন, তিনি নতুন ফিচার যুক্ত করে টুইটারকে আগের চেয়ে আরও ভালো করতে চান।

তবে টুইটারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।