অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বাংলাদেশের উন্নয়নের ব্র্যান্ডিং বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে হবে

নিউইয়র্ক করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:১১ পিএম, ২৯ এপ্রিল ২০২২ শুক্রবার  

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে বিশ্বজুড়ে সঠিক ব্র্যান্ডিং এর মাধ্যমে ছড়িয়ে দিতে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ড. মুনিরুল ইসলাম।

নিউইয়র্ক স্থানীয় সময় বৃহস্পতিবার, যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশীদের সংগঠন ‘সেন্টার ফর নন রেসিডেন্স বাংলাদেশী’ বা এরআরবি’র’ উদ্যেগে আয়োজিত ‘ব্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় একথা বলেন তিনি। সংগঠনের সভাপতি এমএস শেকিল চৌধুরীর সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ও মুক্তিযোদ্ধা ডা. মাসুদুল হাসানসহ অন্যরা। 

ড. মাসুদ এ সময় যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের উদ্যেগে বাংলাদেশে, বঙ্গবন্ধু হেলথ কেয়ার সিটি, করোনা প্রতিরোধে নাসাল ভ্যাকসিন উৎপাদনের বিস্তারিত তুলে ধরেন। অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন সাবেক সাংসদ এম এম শাহীন, শিক্ষাবিদ নাইমা খান, ইউএস আর্মি কর্মকর্তা জয় চৌধুরী, চেম্বার নেতা লিটন আহমদ, বাংলাদেশ এসোসিয়েশন নেতা আবদুর রহিম হাওলাদার, পুলিশ কর্মকর্তা ও বাপা নেতা সুমন সাইদ, মুহাম্মদ শামসুল হক, এরশাদ সিদ্দিকী ও নিউইয়র্ক মেয়র নিরাপত্তা টিমের প্রধান কর্মকর্তা হুমায়ুন কবীর, ব্যাংকার ইমতিয়াজ চৌধুরী, জ্যামাইকা ফ্রেন্ডস্  সোসাইটির সাধারণ সম্পাদক ডা: রাসেল, সাংবাদিক লাভলু আনসার, তরুণ উদ্যোক্তা মফিজুল আহাদ শফি, হার্ভাড বিশ্ববিদ্যালয়ের গবেষণা সহকারী তাসকিরুল ইসলাম নিবিড়, লেখক ও ডেমক্রেট দলের সদস্য হাসান আলী, নিউ ভোটার এসোসিয়েশনের ডক্টর দিলীপ নাথ, আইটি এক্সপার্ট শেখ গালিব রহমানসহ অন্যান্যরা।