অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ইত্যাদিতে দস্যু চরিত্রে চার তারকা

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০১:৫৩ পিএম, ২৬ এপ্রিল ২০২২ মঙ্গলবার   আপডেট: ০২:০২ পিএম, ২৬ এপ্রিল ২০২২ মঙ্গলবার

প্রতিবারের মতোই বিষয়-বৈচিত্র্যে ঠাসা এবারের ঈদ ‘ইত্যাদি’। এবারের একটি চমৎকার শিক্ষা ও সচেতনতামূলক নাট্যাংশে দেখা যাবে দেশের চার তারকা শিল্পী শহীদুজ্জামান সেলিম, সালাহউদ্দিন লাভলু, মীর সাব্বির ও তানিয়া আহমেদকে।

যারা ‘ইত্যাদি’র মঞ্চে করেছেন দস্যুপনা। তারা পোশাকে-সংলাপে ছিল দস্যুদের মতোই।

নির্মাতা হানিফ সংকেত জানান, ‘এই পর্বটি যেমন মজার তেমনি এর মধ্য দিয়ে উঠে এসেছে আমাদের অনেক সমকালীন সমাজচিত্র। চার তারকাই অত্যন্ত আন্তরিকতার সঙ্গে পর্বটিতে অভিনয় করেছেন। এতে শিল্পীরা যেমন আনন্দ পেয়েছেন, ধারণকালে দর্শকরাও তেমনি শিল্পীদের অভিনয়, বিষয়বস্তু ও পরিবেশনায় ভিন্ন স্বাদ পেয়েছেন। বাড়ির দর্শকরাও এই ব্যতিক্রমী পরিবেশনাটি যথেষ্ট উপভোগ করবেন বলে আমরা বিশ্বাস করছি।’

‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন, স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড। ঈদের বিশেষ ‘ইত্যাদি’ একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর।