অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

প্রতিবাদ করলেই গুম করছে সরকার: ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০২:৪১ পিএম, ১৮ এপ্রিল ২০২২ সোমবার  

ছবি: অপরাজেয় বাংলা

ছবি: অপরাজেয় বাংলা

আওয়ামী লীগ সরকারের একদলীয় শাসনের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলেই তাদের নিশ্চিহ্ন করতে গুম করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৮ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য ইলিয়াস আলীকে গুম করার ১০ বছর উপলক্ষে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় মির্জা ফখরুল এই মন্তব্য করেন। 

মির্জা ফখরুল বলেন, ‘তখনো (বঙ্গবন্ধুর শাসনামল) একদলীয় শাসনব্যবস্থা ছিল। সেই কৌশলে এখনো তারা ( আওয়ামী লীগ) একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। এখানে যারা প্রতিবাদ করছে, তাদেরই নিশ্চিহ্ন করা হয়। তাদের একমাত্র রাজনৈতিক উদ্দেশ্য হলো, ক্ষমতায় চিরদিন টিকে থাকা। এটা তাদের পুরোনো অভিলাষ। বাংলাদেশ যত দিন থাকবে তত দিন ক্ষমতায় টিকে থাকতে চায় তারা।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘এখন কোনো যুদ্ধ নেই। তবু একাত্তরের মুক্তিযুদ্ধের চেয়েও পরিস্থিতি এখন ভয়াবহ। তরুণদের গুম করা হচ্ছে। প্রতিবাদী তরুণদের অপরাধ, তারা পরিবর্তন চায়।’

বিএনপির আন্দোলন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘গণতন্ত্র ফিরে আন্দোলন হবে। জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠা করতে আমরা আন্দোলন করব।’

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা,   বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরুসহ কেন্দ্রীয় নেতারা।