অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

তিশা-তৌসিফের প্রেম ও প্রতারণার গল্প

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৪:৩৪ পিএম, ১৭ এপ্রিল ২০২২ রোববার  

এই শহরে প্রেম ও প্রতারণার গল্প উঠে এসেছে দুই তারকা শিল্পী তৌসিফ মাহবুব ও তানজিন তিশা অভিনীত নাটকের মাধ্যমে।

পারভেজ ইমামের চিত্রনাট্যে ‘অচেনা প্রেম’ নামের বিশেষ নাটকটি নির্মাণ করেছেন রাফাত মজুমদার রিংকু। সিএমভি’র ব্যানারে নির্মিত ঈদের এই নাটকটির মাধ্যমে উঠে আসবে এই শহরে বেঁচে থাকার লড়াই করা একজন নারীর গল্প।
গল্পে দেখা যাবে জীবনযুদ্ধে পরাজিত মেয়ে তামান্না। বাবা মারা যাওয়ার পর সংসারের ঘানি নিজেকে টানতে হচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠানে ছোট একটি চাকরির আশায় ঘুরলেও মানুষের লোলুপ দৃষ্টির কবলে পড়ে। সন্মান বাঁচানোর জন্য বের হয়ে এসে সেই সমাজকেই বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাস্তায় নেমেছে প্রতারণা ব্যবসায়।

তামান্নার এই প্রতারণা ব্যবসার মাঝে ঘটনাক্রমে পরিচয় হয় সজল নামের এক লেখকের সাথে। সজল যদিও তার পরিচয় দেয়, সে দেশ থেকে পালিয়ে ঢাকা এসেছে। যার কাছে শহরের প্রায় সবটুকুই অচেনা। বিশ্বাস করে সজলকে এ্যাসিসটেন্ট হিসাবে নিয়োগ দেয় তামান্না। শুরু হয় তাদের প্রতারণা ব্যবসা। এতে তামান্না চরিত্রে তানজিন তিশা এবং সজল চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব।

আসছে ঈদে সিএমভির ইউটিউব চ্যানেলে নাটকটি নাটকটি উন্মুক্ত হবে।