অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে গুপ্তচর হিসেবে কাজ করেছেন: তথ্যমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ১৭ এপ্রিল ২০২২ রোববার   আপডেট: ০৩:৩৪ পিএম, ১৭ এপ্রিল ২০২২ রোববার

জিয়াউর রহমান মুক্তিযোদ্ধার ছদ্মাবরণে পাকিস্তানিদের গুপ্তচর হিসেবে কাজ করেছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার (১৭ এপ্রিল) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় কক্ষে আয়োজিত মুজিবনগর দিবস উপলক্ষে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত ‘সংবাদ শিরোনামে বঙ্গবন্ধু’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিরি এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, ‘মুজিবনগর সরকার হচ্ছে বাংলাদেশের প্রথম সরকার। এই সরকারের নেতৃত্বেই মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল। এই সরকারের অধীনেই মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারদের নিয়োগ দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপি মুজিবনগর দিবস পালন করে না। অথচ জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সময় চাকুরে ছিলেন। তিনি অন্যান্য সেক্টর কমান্ডারদের মতোই ৪০০ টাকা বেতনে চাকরি করতেন। তারা যে মুজিবনগর দিবস পালন করে না, এটি প্রকারান্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে অস্বীকার করা, আমাদের স্বাধীনতা সংগ্রামকে অস্বীকার করার শামিল। জিয়াউর রহমান এই মুজিবনগর সরকারের অধীনেই একজন চাকুরে ছিলেন। তিনি ৪০০ টাকা বেতন পেতেন। মুক্তিযুদ্ধের নয় মাস তিনি বেতন নিয়েছেন।’

ড. হাছান মাহমুদ বলেন, ‘জিয়াউর রহমান যুদ্ধ করেছিল কিনা তা নিয়ে তো নানা প্রশ্ন আছে। নাকি পাকিস্তানীদের গুপ্তচর হিসেবে কাজ করেছে...। দলিল-দস্তাবেজ বলে মুক্তিযুদ্ধের ছদ্মাবরণে জিয়াউর রহমান পাকিস্তানি গুপ্তচর হিসেবে কাজ করেছে।’

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মকবুল হোসেন। তথ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মীর আকরাম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন চিত্র প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক স ম গোলাম কিবরিয়া, পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ।