অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

২০২৩ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে: শিক্ষামন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০১:২৬ পিএম, ১২ এপ্রিল ২০২২ মঙ্গলবার   আপডেট: ০১:২৭ পিএম, ১২ এপ্রিল ২০২২ মঙ্গলবার

২০২২ সালের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী ২০২৩ এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 

মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।  

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ২০২৩ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা ২০২২ সালের জন্য পুনর্বিন্যাসকৃত সিলেবাসে হবে। আর এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষাও ২০২২ সালের জন্য ১৮০ কর্মদিবসের পুনর্বিন্যাসকৃত সিলেবাসে হবে।

শিক্ষামন্ত্রী জানান, ২০২৩ সালের এসএসসি পরীক্ষা এপ্রিলে আর এইচএসসি পরীক্ষা জুন মাসে অনুষ্ঠিত হবে।

তবে এ বছরের জেএসসি পরীক্ষা নেওয়ার বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানান তিনি।