অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নির্বাচনের আগে মাঠশূন্য করতে চায় সরকার: ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৫:১৯ পিএম, ৮ এপ্রিল ২০২২ শুক্রবার  

সরকার নির্বাচনের আগে বিএনপিকে মাঠশূন্য করতে ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৮ ফেব্রুয়ারি) সকালে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি।

এসময় বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগের শাসনামলে রাজনৈতিকদল ও গণতন্ত্র নিরাপদ নয়। সরকার আবারও পুলিশ বাহিনী, বিচার বিভাগ দিয়ে রাজনৈতিক দলগুলোকে নির্মূলের চেষ্টা করছে।

মির্জা ফখরুলের দাবি, বিরোধীদলকে নির্মূল করতে মানবতাবিরোধী অপরাধ করছে সরকার। দেশের গণতন্ত্র নিয়ে গণমাধ্যমগুলোকে সরব ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলোর ওপর ভর করে সরকার টিকে আছে বলে কর্মকর্তারা রাজনৈতিক বক্তব্য দিচ্ছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, নতুন নির্বাচন কমিশনকে দেখিয়ে আওয়ামী লীগের নেতা এবং মন্ত্রীরা বারবার বলে বেড়াচ্ছে নিরপেক্ষ নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন হবে। নতুন নির্বাচন কমিশন তো বিভিন্ন মানুষকে ডেকে নানা কাজের মধ্যে দিয়ে সবাইকে বিমোহিত করার চেষ্টা করছে। এবারেও যে আগের মতো নির্বাচন হবেনা সেটার নিশ্চয়তা কে দিতে পারবে।