অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

শিক্ষকদের আর্থিক-সামাজিক মর্যাদা ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়: শিক্ষামন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,চাঁদপুর

প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ৮ এপ্রিল ২০২২ শুক্রবার   আপডেট: ০৪:০৮ পিএম, ৮ এপ্রিল ২০২২ শুক্রবার

শিক্ষকদের আর্থিক ও সামাজিক মর্যাদা বৃদ্ধি করা ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার (৮ এপ্রিল) সকালে চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

বেসরকারি শিক্ষকদের দাবীকৃত শতভাগ উৎসব ভাতার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে শিক্ষামন্ত্রী আরো বলেন, ‘বেসরকারি শিক্ষকরা তাদের উৎসবভাতা শতভাগ চান। আসলে এই বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। সরকারের সক্ষমতারও বিষয় রয়েছে। কাজেই সবকিছু মিলিয়ে বিষয়টি দেখা হচ্ছে কতটুকু করা যায়।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েলসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

পরে তিনি তার নিজ বাসভবনে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মী এবং নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে মতবিনিময় করেন।