অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় আক্রান্ত ১

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

প্রকাশিত: ১২:৫৩ পিএম, ৮ এপ্রিল ২০২২ শুক্রবার  

চট্টগ্রামে  সর্বশেষ ২৪ ঘণ্টায় শহরের এক বাসিন্দার করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। সংক্রমণ হার ০ দশমিক ৩৮ শতাংশ। এ সময়ে করোনায় আক্রান্ত কোনো রোগির মৃত্যু হয়নি।

চট্টগ্রামের করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

সিভিল সার্জন কার্যালয়ের আজকের রিপোর্টে বলা হয়, ফৌজদারহাট বিআইটিআইডি, নগরীর দশ ল্যাব ও এন্টিজেন টেস্টে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের ২৫৭ জনের নমুনা পরীক্ষা করলে নতুন ১ জন পজিটিভ শনাক্ত হন। তিনি শহরের বাসিন্দা। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ১ লক্ষ ২৬ হাজার ৬৩২ জন। 

এর মধ্যে শহরের বাসিন্দা ৯২ হাজার ৯৪ জন ও গ্রামের ৩৪ হাজার ৫৩৮ জন। গতকাল করোনায় শহর ও গ্রামে কারো মৃত্যু হয়নি। ফলে মৃতের সংখ্যা ১ হাজার ৩৬২ জনই রয়েছে। এতে শহরের বাসিন্দা ৭৩৪ জন এবং গ্রামের ৬২৮ জন।