অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মাধুরী দীক্ষিতের কাছ থেকে পুরস্কার নিলেন তাসনোভা সালাম

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০২:৫৮ পিএম, ৬ এপ্রিল ২০২২ বুধবার  

তাসনোভা মাহবুব সালাম ছোট বেলা থেকেই নাচ করতেন। উপস্থাপনায়ও তাকে দেখা গেছে। তবে তিনি এখন পুরোদস্তুর ব্যবসায় মনোযোগী। 

সম্প্রতি তার রিয়েল এস্টেট টেরানোভা ডেভেলপমেন্টস লিমিটেড বাংলাদেশের সেরা এবং সফল রিয়েল এস্টেট কোম্পানির পুরস্কার পায়। বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের কাছ থেকে ‘এশিয়ান এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২২’ গ্রহণ করেন তাসনোভা মাহবুব সালাম।

তাসনোভা মাহবুব সালাম তিন বোনের মধ্যে সবার ছোট। তার বাবা বাংলাদেশ ফরেন পোস্ট অফিসের মহাসচিব ছিলেন এবং এফপিওর নেতাও ছিলেন। তার স্বামী ব্যবসায়ী ও একুশে টেলিভিশন লিমিটেডের চেয়ারম্যান আবদুস সালাম। তাদের শিহাব ও সরফরাজ নামে দুই ছেলে রয়েছে।

তাসনোভা মাহবুব সালাম বলেন, ‘আমি আমার নিজস্ব রিয়েল এস্টেট ব্যবসা টেরানোয়া ডেভেলপমেন্টস লিমিটেড চালাচ্ছি। আমি যখন ছোট মেয়ে ছিলাম তখন একজন বিল্ডার হওয়ার স্বপ্ন দেখতাম এবং সেই স্বপ্ন আমার স্বামীর দ্বারা পুরণ হয়েছিল যিনি আমার সবকিছুর জন্য একজন বড় সমর্থক। ব্যবসার পাশাপাশি আমি একজন আইনজীবী। আমরা সকলেই জানি যে প্রতিটি পুরুষের সফলতায় একজন নারী থাকে তবে আমার ক্ষেত্রে আমার স্বামীই যার জন্য আমি এখানে আছি। তিনি আমার বড় সমর্থক এবং আমার সেরা বন্ধুও।’