অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রাশিয়ানরা ছেলেকে মহাকাশে ফেলে আসবে এ আশঙ্কায় কাঁদছেন মা

সাই-টেক ডেস্ক

প্রকাশিত: ১১:৪৮ পিএম, ১৪ মার্চ ২০২২ সোমবার  

মার্কিন যুক্তরাষ্ট্রের একজন মহাকাশচারীর পরিবার বর্তমানে এ ভয়ে দিন কাটাচ্ছেন যে, ইউক্রেন সংকটের জেরে রাশিয়ান নভোচারীরা তাকে মহাকাশেই রেখে চলে আসবে।

নাসা'র এই নভোচারীর নাম মার্ক ভ্যান্ডে হেই। আগামী ৩০ মার্চ তার পৃথিবীতে ফেরত আসার কথা রয়েছে।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে একটি রাশিয়ান মহাকাশযানে চড়ে তিনি পৃথিবীতে ফিরবেন, এমনটাই পরিকল্পনা।

কিন্তু কিছুদিন আগে রাশিয়ান মহাকাশ সংস্থা রসকসমস প্রধার দিমিত্রি রগোজিন-এর 'আইএসএস ভেঙে পড়ার' সতর্কবাণীর পর ভ্যান্ডে হেই-এর পরিবারের আশঙ্কা, চলমান পরিস্থিতিতে রাশিয়ানরা তাকে হয়তো মহাকাশ স্টেশনেই ফেলে রেখে ফিরে আসবে।

আরও পড়ুন: পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ভেঙে পড়তে পারে মহাকাশ স্টেশন: রসকসমস বস

ভ্যান্ডে হেই-এর ৭৭ বছর বয়সী মা ম্যারি বলেন, 'এটা খুবই জঘন্য হুমকি। প্রথম শুনে আমি কান্নায় ভেঙে পড়ি। আমাদের মনে এখন খুবই অশান্তি চলছে। আর কেবল প্রার্থনা করে যাচ্ছি।'

ভ্যান্ডে হেই'র বাবা বলেছেন, আমাদের ছেলে সহজেই ভয় পায় না। আর এ হুমকি কেবল একজন ব্যক্তির। যদিও উনি রাশিয়ান স্পেইস এজেন্সির প্রধান, তবে এজেন্সির অন্যান্য লোকেরা বেশ সহায়তাবৎসল।

এদিকে স্পেইসএক্স বস ইলন মাস্ক বলেছেন, মার্কিন নভোচারীকে রাশিয়ানরা ছেড়ে এলে তিনি আইএসএস-এ রকেট পাঠিয়ে তাকে উদ্ধার করে আনতে পারবেন।

সূত্র: ইভিনিং স্ট্যান্ডার্ড