অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চীনে নতুন করে লকডাউনের কারণে অ্যাপল-এর উৎপাদনে ক্ষতি

সাই-টেক ডেস্ক

প্রকাশিত: ১১:১৮ পিএম, ১৪ মার্চ ২০২২ সোমবার  

চীনের শেনজেনে করোনার কারণে নতুন করে লকডাউন দেওয়ায় অ্যাপল-এর আইফোন তৈরির কাজ কিছুটা থমকে গিয়েছে।

শেনজেনের দুইটি কারখানায় আইফোন জোড়া লাগানো হতো। সেগুলো লকডাউনের কারণে বন্ধ রাখতে হয়েছে।

ফক্সকন-এর ওই দুইটি প্লান্টে আইফোনের বৃহৎ অংশই তৈরি করা হয়। এমনকি ব্র্যান্ডটির সর্বশেষ মডেল ১৩-ও এখানেই তৈরি করা হয়।

তবে ফক্সকন জেংজু প্রদেশের আরেকটি কারখানায় স্থবির হয়ে যাওয়া কাজের সমন্বয় করার চেষ্টা করছে।

আগামী ২০ মার্চ পর্যন্ত বর্তমান লকডাউন বজায় থাকবে। তবে চীনের কর্তৃপক্ষ পরিস্থিতি অনুযায়ী লকডাউন বাড়াতে পারেন।

সূত্র: ইভিনিং স্ট্যান্ডার্ড