অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

হাসপাতালে রোগীদের যন্ত্রণা উপশম করতে পারে কুকুর

সাই-টেক ডেস্ক

প্রকাশিত: ০৭:১৫ পিএম, ১২ মার্চ ২০২২ শনিবার  

হাসপাতালের জরুরি বিভাগে থাকা রোগীদের যন্ত্রণা কমাতে সাহায্য করে কুকুর। এ ধরনের কুকুরকে থেরাপি ডগ নামে ডাকা হয়।

নতুন একটি গবেষণায় এ তথ্য জানতে পেরেছেন বিজ্ঞানীরা।

তারা জানাচ্ছেন, স্রেফ ১০ মিনিট যদি কোনো রোগী একটি কুকুরের সঙ্গ পান, তাহলে তার শারীরিক যন্ত্রণা, দুশ্চিন্তা, ও বিষণ্ণতাবোধ কিছুটা কমে যায়।

সম্প্রতি প্লস ওয়ান নামক একটি জার্নালে গবেষণাটি প্রকাশিত হয়েছে।

গবেষণার অংশ হিসেবে কানাডার দ্য রয়্যাল ইউনিভার্সিটি হসপিটাল ইমার্জেন্সি ডিপার্টমেন্ট-এর ২০০ জন রোগীর তথ্য বিশ্লেষণ করা হয়।

রোগীদের দুইটি ভাগে ভাগ করা হয়। কন্ট্রোল গ্রুপের রোগীদের কাছে কোনো থেরাপি ডগ পাঠানো হয়নি। ট্রিটমেন্ট গ্রুপের রোগীরা কুকুরের সাথে কিছু সময় কাটান।

ফলাফলে দেখা যায় কুকুরের সঙ্গ লাভ করার পর ট্রিটমেন্ট গ্রুপের রোগীরা কম যন্ত্রণা অনুভব করেছেন বলে জানান।

সূত্র: পিপল