অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ইউক্রেনে যুদ্ধ করা বিশ্বের সবচেয়ে ভয়ংকর স্নাইপার ওয়ালি কে?

সাতরং ডেস্ক

প্রকাশিত: ০৪:২৫ পিএম, ১২ মার্চ ২০২২ শনিবার  

ওয়ালি নামের মারাত্মক এই স্নাইপার যোদ্ধা সম্প্রতি আবার আলোচনায় এসেছেন ইউক্রেনের পক্ষে রাশিয়ার বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়ে।

এক সময় কানাডিয়ান বাহিনীতে ছিলেন ওয়ালি। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ৪ মার্চ আরও চার সাবেক কানাডিয়ান সেনার সাথে ইউক্রেনে পৌঁছেছেন তিনি।

ওয়ালি তার আসল নাম নয়। এটি তার আরবি ডাক নাম যার অর্থ 'রক্ষক' বা 'অভিভাবক'।

৪০ বছর বয়সী এই যোদ্ধা রয়্যাল কানাডিয়ান বাহিনীর ২২ রেজিমেন্টের অংশ হিসেবে ইরাক ও আফগানিস্তানে যুদ্ধ করেছিলেন।

স্নাইপারের বাইরেও তার আরেকটি পরিচয় রয়েছে। তিনি একজন কম্পিউটার প্রকৌশলী।

শোনা যায়, স্নাইপার রাইফেল দিয়ে বিশ্বের সবচেয়ে লম্বা দূরত্ব থেকে শত্রুকে হত্যা করার রেকর্ড এই ওয়ালির দখলে।

২০১৭ সালের জুন মাসে ইরাকে একজন আইএস জঙ্গীকে সাড়ে তিন কিলোমিটার (৩৫৪০ মিটার) দূর থেকে ম্যাকমিলান ট্যাক-৫০ স্নাইপার রাইফেল দিয়ে হত্যা করেন তিনি।

বিশ্বের সবচেয়ে মারাত্মক স্নাইপারের খেতাব ওয়ালি যেনতেনভাবে জেতেননি। ধারণা করা হয়, তিনি দিনে ৪০ জন শত্রুকে নিকেশ করতে পারতেন। যেখানে একজন দক্ষ স্নাইপার দিনে নয় থেকে ১০টি 'কিল' পেতে পারেন।

তবে এখনো অনেকে বিশ্বাস করেন, ওয়ালি'র কিংবদন্তি আদতে সত্য নয়।

সূত্র: দ্য হিন্দুস্থান টাইমস