অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রাশিয়ান অলিগার্কের ৬ হাজার কোটি টাকার সুপারইয়ট জব্দ করলো ইতালি

সাতরং ডেস্ক

প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ১২ মার্চ ২০২২ শনিবার  

ইতালিয়ান কর্তৃপক্ষ আন্দ্রে মেলনিশেঙ্কো নামক একজন রাশিয়ান অলিগার্কের সুপারইয়ট জব্দ করেছে।

শুক্রবার (১১ মার্চ) ৫৩০ মিলিয়ন পাউন্ড বা প্রায় পাঁচ হাজার ৯৩৬ কোটি ৪৭ লাখ টাকা দামের ওই বিলাসবহুল মেগা-ইয়টটিকে জব্দ করা হয়।

এসওয়াই এ নামের এ জলযানটি বিশ্বের সবচেয়ে বৃহৎ ইয়টগুলোর মধ্যে একটি।

মেলনিশেঙ্কো ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)-এর নিষেধাজ্ঞার তালিকায় থাকা রাশিয়ান মহাধনীদের একজন।

তিনি সার উৎপাদনকারী প্রতিষ্ঠান ইউরোকেম ও কয়লা কোম্পানি এসইউইকে-এর মালিক।

ফোর্বস ম্যাগাজিনের তথ্যমতে, মেলনিশেঙ্কো প্রায় ১১ বিলিয়ন ডলারের সমপরিমাণ সম্পদের মালিক। তিনি রাশিয়ার অষ্টম ধনী ব্যক্তি।

সূত্র: ইনডিপেনডেন্ট ইউকে