অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ভেঙে পড়তে পারে মহাকাশ স্টেশন: রসকসমস বস

সাই-টেক ডেস্ক

প্রকাশিত: ০২:৫৪ পিএম, ১২ মার্চ ২০২২ শনিবার  

দিমিত্রি রগোজিন

দিমিত্রি রগোজিন

রাশিয়ার বিরুদ্ধে দেওয়া পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার ফলস্বরূপ আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) ভেঙে পড়তে পারে বলে সতর্কবার্তা জানিয়েছেন রুশ মহাকাশ সংস্থার প্রধান।

শনিবার (১২ মার্চ) রসকসমস-এর প্রধান দিমিত্রি রগোজিন এ আশঙ্কা জানিয়ে শাস্তিমূলক নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়ার আহ্বান করেন।

রগোজিন বলেন, আইএসএস-এ অবস্থিত রাশিয়ান মহাকাশযান পুরো স্টেশনটির কক্ষপথ ঠিক রাখতে কাজ করে।

নিষেধাজ্ঞার ফলে এর কাজে বিঘ্ন ঘটতে পারে। যার ফলে কক্ষপথে গণ্ডগোলের কারণে ৫০০ টন ভারী এ মহাকাশ গবেষণাগারটি পৃথিবীপৃষ্ঠে  বা সমুদ্রে ভেঙে পড়তে পারে।

সূত্র: এনডিটিভি