অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

উইন্ডোজ ১১-তে আরও ডিফল্ট অ্যাপ যোগ করছে মাইক্রোসফট

সাই-টেক ডেস্ক

প্রকাশিত: ০৭:২৫ পিএম, ১০ মার্চ ২০২২ বৃহস্পতিবার  

উইন্ডোজ ১১-এর জন্য নতুন একটি ইনসাইডার বিল্ড উন্মুক্ত করেছে মাইক্রোসফট। এতে নতুন দুইটি অ্যাপ্লিকেশন দেখা গেছে।

এ অ্যাপ্লিকেশনগুলো উইন্ডোজ ১১-এ ডিফল্ট হিসেবে থাকবে। এগুলো হচ্ছে মাইক্রোসফট ফ্যামিলি ও ক্লিপচ্যাম্প।

ডিফল্ট অ্যাপ্লিকেশনগুলো দিয়ে কম্পিউটারের মৌলিক কাজগুলো করা হয়। তবে ব্যবহারকারী চাইলেই থার্ড পার্টি অ্যাপ ইনস্টল করে কম্পিউটারে ব্যবহার করতে পারেন।

নতুন ডিফল্ট অ্যাপ ক্লিপচ্যাম্প একটি ভিডিও এডিটিং অ্যাপ। এটি একটি সাবস্ক্রিপশনভিত্তিক সেবা, অর্থাৎ ব্যবহারকারীর অর্থ খরচ করে এটি ব্যবহার করতে হবে।

কেউ যদি বিনামূল্যে এটি ব্যবহার করতে চান, তাও সম্ভব। তবে এক্ষেত্রে কিছু সেবা সীমাবদ্ধ হয়ে যাবে। যেমন ভিডিও সম্পাদনা করার পর তা সর্বোচ্চ ৪৮০ পিক্সেলে পাওয়া যাবে।

মাইক্রোসফট ফ্যামিলি অ্যাপটি উইন্ডোজের হোম ও প্রো সংস্করণে যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে কম্পিউটারের অপারেটিং সিস্টেমে প্যারেন্টাল কন্ট্রোল ও ফ্যামিলি ম্যানেজমেন্ট করা যাবে।

সূত্র: জিহ্যাকস