অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

উলভেরাইন হিসেবে প্রায় বাদ পড়েছিলেন হিউ জ্যাকম্যান

এন্টারটেইনমেন্ট ডেস্ক

প্রকাশিত: ০৭:২৫ পিএম, ৭ মার্চ ২০২২ সোমবার   আপডেট: ০৭:২৮ পিএম, ৭ মার্চ ২০২২ সোমবার

উলভেরাইন আর হিউ জ্যাকম্যানকে কি আলাদা করা সম্ভব? প্রায় দুই দশক ধরে এক্স-মেন ফ্র্যাঞ্চাইজে চরিত্রটিতে অভিনয় করেছিলেন তিনি।

২০১৭ সালে লোগান সিনেমার মাধ্যমে উলভেরাইনের যাত্রা শেষ হয়। কিন্তু জানেন কি, এক সময় তাকে প্রায়ই বাদ দেওয়া হচ্ছিল চরিত্রটিতে অভিনয়ের ক্ষেত্রে।

চিত্রনাট্য লেখক ডেভিড হেইটার জানিয়েছেন, উলভেরাইন হিসেবে প্রথম পছন্দ মোটেই জ্যাকম্যান ছিলেন না। এমনকি উলভেরাইন চরিত্রে অভিনয়ের জন্য তিনি নিতান্তই বেশি নিপাট ভদ্রলোক ছিলেন।

হেইটারের ভাষায়, 'জ্যাকম্যান যখন প্রথমবারের মতো অডিশন দিলেন, তাকে কাস্ট করা হয়নি। তিনি চমৎকার কাজ দেখিয়েছিলেন। কিন্তু তিনি ছিলেন অতিমাত্রায় অমায়িক, খুবই লম্বা, ও ভীষণ হ্যান্ডসাম। আমরা কেউ তাকে উলভেরাইন হিসেবে চিন্তাই করতে পারছিলাম না।'

উলভেরাইন হিসেবে কাস্ট করার পর দর্শকদের মধ্য থেকেও গাঁইগুঁই এসেছিল কিন্তু নিজের অভিনয়ের জাদুতে শেষ পর্যন্ত সবার মন জয় করে নিয়েছিলেন তিনি।

তাহলে সেবার কার হাতে প্রায় চলে যাচ্ছিল উলভেরাইন-এর রোল? তিনি ছিলেন ডোগ্রে স্কট। সে সময় তিনি মিশন ইম্পসিবল ২-এ অভিনয় করছিলেন।

সূত্র: কইমই