অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

যে নকল কঙ্কাল হাঁটতে সাহায্য করে

সাই-টেক ডেস্ক

প্রকাশিত: ০২:২২ পিএম, ৬ মার্চ ২০২২ রোববার  

২০১৯ সালে অস্ট্রেলিয়ার কাইল মন্টগোমারি ব্যায়াম করতে গিয়ে মেরুদণ্ডে প্রচণ্ড আঘাত পান।

এরপর তার জীবনে বিশাল ধাক্কা লাগে, তার হাঁটাচলা বন্ধ হয়ে যায়।

নিজের এই দুর্ভাগ্যকে মেনে নিয়েছিলেন কাইল। কিন্তু এবার তার জীবনে নতুন আশা দেখা গিয়েছে।

প্রযুক্তির কল্যাণে এখন তিনি কিছুটা হলেও হাঁটাচলা করতে পারেন। এটি সম্ভব হয়েছে একটি বহিঃকঙ্কালের বা এক্সোস্কেলিটনের কারণে।

হাইব্রিড অ্যাসিস্টিভ লিম্ব (হাল) নামের ওই নকল কঙ্কালটি ব্যবহার করে এখন ট্রেইডমিলে জগিংও করতে পারেন কাইল।

এই প্রযুক্তি তৈরি করা হয়েছে জাপানে। এই এক্সোস্কেলিটনটি ব্যক্তির মস্তিষ্কের সিগন্যালগুলোকে পর্যবেক্ষণ করে। এরপর শরীরের কোনো অকেজো পেশির কাজের ভার নিজে তুলে নেয় এটি।

এমনকি বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা এটি ব্যবহার করতে পারেন যাতে হাঁটার সময় তারা পড়ে না যান।

সূত্র: এবিসি অস্ট্রেলিয়া