অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

প্রতিদিন মদপানে কমে মস্তিষ্কের আকৃতি

সাতরং ডেস্ক

প্রকাশিত: ১০:৫৭ এএম, ৬ মার্চ ২০২২ রোববার  

প্রতিদিন একটু করে মদপান করলে মানুষের মস্তিষ্কের আকৃতি ক্রমে কমতে থাকে। নতুন এক গবেষণায় এ তথ্য জানিয়েছেন বিজ্ঞানীরা।

দৈনিক এক পাইন্ট বিয়ার বা এক গ্লাস ওয়াইনই যথেষ্ট আপনার মস্তিষ্কের আকৃতির ওপর প্রভাব ফেলার জন্য।

যদি এর বেশি পরিমাণ মদ কেউ পান করে, তাহলে তা আরও বেশি নেতিবাচক প্রভাব ফেলে মস্তিষ্কের ওপর।

সম্প্রতি ব্রিটিশ জার্নাল ন্যাচার-এ গবেষণাটি প্রকাশিত হয়েছে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, নিয়মিত মদপানের কারণে মস্তিষ্কের হোয়াইট ম্যাটার ও গ্রে ম্যাটারের পরিমাণ কমে যায়। এছাড়া মস্তিস্কের বয়সও বেড়ে যায় দৈনিক মদ খেলে।

এর আগে অবশ্য ডাক্তারের মনে করতেন মদপানের কিছু সুফল রয়েছে। বিশেষত পরিমিত মাত্রায় মদপান করা মস্তিষ্ক ও হৃৎপিণ্ডের জন্য উপকারী।

কিন্তু সাম্প্রতিক গবেষণায় এ দাবি প্রশ্নের মুখ পড়েছে। অনেকগুলো গবেষণাতেই দেখা গেছে, কোনো পরিমাণ মদপানই স্বাস্থ্যের জন্য উপকারী নয়।

সূত্র: সিএনএন