অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

গভীর মহাশূন্যে রহস্যময় ভয়ংকর বিস্ফোরণ

সাই-টেক ডেস্ক

প্রকাশিত: ০৭:১৮ পিএম, ৫ মার্চ ২০২২ শনিবার  

জ্যোতির্বিজ্ঞানীরা মহাকাশের গভীরে ঘটা যেকোনো শক্তির বিস্ফোরণের খবর জানতে পারেন।

সম্প্রতি তারা পৃথিবী থেকে ১৩০ মিলিয়ন আলোকবর্ষ দূরে একটি দানবাকৃতির বিস্ফোরণের ঘটনা টের পেয়েছেন।

এ বিস্ফোরণের ফলে নির্গত হয়েছে প্রচুর শক্তি। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানের অধ্যাপক এডো বার্জারের ভাষায়, 'সেখানে (মহাশূন্যে) কিছু একটা ঘটছে।'

এ বিস্ফোরণের ঘটনা টের পেয়েছে নাসা'র চন্দ্র এক্স-রে অবজারভেটরি। এই স্পেইস শাটলটি মহাশুন্য থেকে নির্গত নিঃসরণ চিহ্নিত করে।

বার্জারের মতে, এটিই শেষ নয়, সামনে আরও নানা ঘটনা ঘটতে পারে মহাকাশে।

সূত্র: ম্যাশেবল