অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দেশের পথে ‘বাংলার সমৃদ্ধি’র নাবিকরা

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০৫:৪৩ পিএম, ৫ মার্চ ২০২২ শনিবার   আপডেট: ০৫:৪৪ পিএম, ৫ মার্চ ২০২২ শনিবার

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আটকে বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিককে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। 

শনিবার (৫ মার্চ) বাংলাদেশ সময় দুপুরে তারা অলভিয়া বন্দর সংলগ্ন ‘শেল্টার হাউজ’ থেকে বেরিয়ে যাত্রা শুরু করেছেন বলে জানিয়েছে বাণিজ্যিক জাহাজের নাবিকদের সংগঠন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্সস অ্যাসোসিয়েশন (বিএমএমওএ)।

বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্সস অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক মেরিন ইঞ্জিনিয়ার মো. সাখাওয়াত হোসাইন গণমাধ্যমকে বলেন, সেখানে থাকা নাবিকদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে। তারা জানিয়েছেন, উনারা রওনা হয়েছে।

জানা গেছে, জাহাজটি মুম্বাই থেকে তুরস্ক হয়ে ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরে যায়। অলভিয়া থেকে সিমেন্ট ক্লে নিয়ে ২৪ ফেব্রুয়ারি ইতালির রেভেনা বন্দরের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল।

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা করে রাশিয়া। যুদ্ধের কারণে ইউক্রেনে আটকে পড়ে বাংলাদেশের পতাকাবাহী জাহাজটি। বুধবার (২ মার্চ) রাতে জাহাজটি রুশ হামলার শিকার হয়। হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান (৩৩) নিহত হন।