অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কম্পিউটার ধীরগতির? যেভাবে বাড়াবেন এর গতি

সাই-টেক ডেস্ক

প্রকাশিত: ০৪:৩৪ পিএম, ৫ মার্চ ২০২২ শনিবার  

পার্সোনাল কম্পিউটার (পিসি) বা ল্যাপটপ অনেকসময় বিভিন্ন কারণে ধীরগতির হয়ে যায়। কখনো কম স্পেসিফিকেশনের কারণে কম্পিউটার দ্রুত কাজ করতে পারে না, আবারও কোনো ক্ষেত্রে বিভিন্ন সমস্যার কারণে মন্থর হয়ে যায় এটি।

আপনার কম্পিউটার ধীরগতির হয়ে গেলে কিছু কাজ করা যেতে পারে যা খানিকটা হলেও কম্পিউটারের দ্রুতি বাড়াবে।

অদরকারি সফটওয়্যার বাদ দেওয়া

কম্পিউটার কেনার পর এর সাথে অনেকগুলো সফটওয়্যার আগে ইনস্টল করা থাকে যা আমরা সচরাচর ব্যবহার করিনা কিন্তু এই সফটওয়্যারগুলো কম্পিউটারের স্থান দখল করে এটিকে ধীরগতি করে তুলতে পারে।

তাই যেসব সফটওয়্যার আপনি ব্যবহার করেন না সেগুলো আনইন্সটল করে দেওয়াই শ্রেয়।

অপ্রয়োজনীয় স্টার্টআপ প্রোগ্রাম

কম্পিউটার চালু করার পর অনেকগুলো প্রোগ্রাম নিজে থেকেই চালু হয়ে যায়। এগুলো ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে এবং তার কারণে কম্পিউটারের র‍্যাম দখল করে রাখে।

চাইলে আপনি এসব সফটওয়্যারগুলোকে স্বয়ংক্রিয়ভাবে চালু হওয়া থেকে বিরত রাখতে পারেন।

কন্ট্রোল-শিফট-ইএসসি একসাথে চেপে আপনার কম্পিউটারের টাস্ক ম্যানেজার ওপেন করুন। সেখানে থেকে দেখতে পাবেন কোন সফটওয়্যারগুলো চালু রয়েছে এবং কত পরিমাণ র‍্যাম দখল করে আছে। আপনি যেকোনো সফটওয়্যার-এর উপরে ক্লিক করে সেটিকে বন্ধ করে দিতে পারেন।

যোগ করুন বাড়তি র‍্যাম

ডেস্কটপ ও অনেক ল্যাপটপে বাড়তি র‍্যাম যোগ করা যায়। এ বাড়তি র‍্যাম কাজের গতি বাড়ায়।

যেকোনো পেশাদার কম্পিউটারের দোকান থেকেই আপনি র‍্যাম কিনতে পারবেন। তারা সেটি কম্পিউটারে যুক্ত করেও দেবে।

এক্ষেত্রে যদি আপনার কম্পিউটারের ওয়ারেন্টি থেকে থাকে তাহলে যে ব্র্যান্ডের কম্পিউটার সেই ব্র্যান্ডের কাস্টমার সার্ভিসে আগে যোগাযোগ করা উচিত।

ভাইরাস নয় তো?

কখনো কখনো ভাইরাস বা ম্যালওয়্যারের কারণে পিসি ধীরগতির হয়ে যায়। উইন্ডোজ ডিফেন্ডার সবসময় চালু রেখে ভাইরাস থেকে একপ্রকার রক্ষা পাওয়া যায়।

এছাড়া থার্ড পার্টি ভাইরাস প্রতিরোধী সফটওয়্যারও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই বিশ্বাসী ব্র্যান্ডের সফটওয়্যার ব্যবহার করতে হবে। সবচেয়ে ভালো হয় এসব সফটওয়্যার কিনে ব্যবহার করতে পারলে।

এসএসডি যোগ করা

র‍্যাম-এর মতো কম্পিউটারে বাড়তি স্পেইসও যোগ করা যায় যাকে সলিড-স্টেইট ড্রাইভ বা এসএসডি বলে। এটি ব্যবহার করলে পিসি'র পারফর্মেন্স তুলনামূলক ভালো হয়।

সূত্র: এইচপি ডট কম