অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

তুতেনখামেনের ছুরি তৈরি হয়েছে মহাজাগতিক উপাদান থেকে

সাতরং ডেস্ক

প্রকাশিত: ০৬:২৮ পিএম, ২ মার্চ ২০২২ বুধবার  

প্রাচীন মিশরের বিখ্যাত ফারাওদের একজন তুতেনখামেন। তাকে নিয়ে মানুষের আগ্রহের অন্ত নেই।

রাজা তুতকে নিয়ে ছড়িয়ে আছে অসংখ্য রহস্য। সেসবের কূলকিনারা করতে হয়েছেও অসংখ্য গবেষণা, পড়াশোনা।

নতুন একটি গবেষণায় এবার দাবি করা হয়েছে এই ফারাও'র ছুরিটির উপাদানের উৎস মহাশূন্য থেকে আগত ধাতু থেকে।

৩৪০০ বছর আগে তুতেনখামেনের ব্যবহৃত এ ছুরিটি তাকে নিয়ে থাকা রহস্যের মধ্যে সবচেয়ে জমজমাট রহস্যের একটি। এ ছুরির উৎস, এটি কীভাবে তৈরি করা হয়েছিল তা নিয়ে জানতে চেষ্টার কমতি রাখেননি গবেষক ও প্রত্নতাত্ত্বিকেরা।

১৯২৫ সালে তুতেনখামেনের ছুরিটি আবিষ্কৃত হয়। বর্তমান গবেষণাটি জার্নাল অব মেটেওরিটিক্স অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্স-এ প্রকাশিত হয়েছে।

গবেষণাটির মূল লেখক ড্যানিয়েলা কোমেলি বলেন, 'এই ছুরিতে উচ্চ হারে থাকা নিকেল এটা স্পষ্টভাবে নির্দেশ করে যে এতে উল্কা থেকে পাওয়া লোহা বিদ্যমান।' এছাড়া এটিতে কোবাল্টের অস্তিত্ব রয়েছে যা তাদের তত্ত্বকে সমর্থন করে।

তুতেনখামেন খ্রিষ্টপূর্ব ১৩৩২ থেকে ১৩২৩ পর্যন্ত মিশর শাসন করেছেন।

সূত্র: আইবি টাইমস