অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রাশিয়ার থার্মোব্যারিক বোমা কী?

সাতরং ডেস্ক

প্রকাশিত: ০৩:৩১ পিএম, ১ মার্চ ২০২২ মঙ্গলবার  

মার্কিন যুক্তরাষ্ট্রের ইউক্রেনীয় রাষ্ট্রদূত দাবি করেছেন তার দেশে রাশিয়া আক্রমণের সময় ভ্যাকুয়াম বোমা ব্যবহার করেছে।

এই ভ্যাকুয়াম বোমা থার্মোব্যারিক অস্ত্র নামেও পরিচিত।

এ ধরনের বোমা পরিবেশ থেকে সব অক্সিজেন শুষে নিয়ে উচ্চ তাপমাত্রার বিস্ফোরণ ঘটায়। তবে রাষ্ট্রদূতের ইউক্রেনে রাশিয়ার থার্মোব্যারিক বোমা ব্যবহারের দাবি'র এখনো নিশ্চিত হওয়া যায়নি।

অবশ্য ইউক্রেন থেকে প্রকাশিত ভিডিওতে রাশিয়ার টিওএস-১ যুদ্ধযানের ওপর থার্মোব্যারিক রকেট লাঞ্চার দেখা গেছে।

অ্যারোসল বোমা নামেও পরিচিত এই অস্ত্র দুইধাপে কাজ করে। প্রথমে পরিবেশে অ্যারোসল কণা নিক্ষেপ করে এটি। এরপর দ্বিতীয় ধাপে সেই কণাতে বিস্ফোরণ ঘটে।

ওই বিস্ফোরণের ফলে অগ্নিগোলক ও শক ওয়েভ সৃষ্টি হয়। তার ফলে সৃষ্ট ভ্যাকুয়াম চারপাশের অক্সিজেন শুষে নেয়।

এই বোমার বিস্ফোরণের ফলে মানবদেহ বাষ্পীভূত হয়ে যায়।

সূত্র: দ্য গার্ডিয়ান