অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কোভিডের টিকা যখন ‘নিরামিষ’

সাতরং ডেস্ক

প্রকাশিত: ০৯:২৮ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২২ রোববার  

প্রথমবারের মতো উদ্ভিদ থেকে তৈরি করোনাভাইরাসের টিকার অনুমোদন দিয়েছে কানাডা।

কোভিফেঞ্জ নামের ওই ‘নিরামিষ’ টিকাটি মেডিকাগো ইনক. ও গ্ল্যাক্সোস্মিথক্লাইন পিএলসি যৌথভাবে উৎপাদন করেছে।

কেবল ১৮ থেকে ৬৪ বছর বয়সের মানুষজন ওই টিকা গ্রহণ করতে পারবেন।

উদ্ভিদ থেকে তৈরি প্রোটিন ব্যবহার করে এ টিকা তৈরি করা হয়েছে। এর অন্য উপাদানগুলোর মধ্যে রয়েছে পটাসিয়াম ফসফেট মনোবেসিক অ্যানহাইড্রস, ও পানি।

এ টিকা তৈরিতে বায়োরিয়্যাক্টর ব্যবহার করে গাছ থেকে করোনাভাইরাসের মতো পার্টিকল তৈরি করেছেন বিজ্ঞানীরা। ওই ভাইরাস-পার্টিকলের মধ্যে তারা সংযুক্ত করেছেন জিনগত তথ্য।

সূত্র: দ্য হিন্দুস্তান টাইমস