অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

হ্যাকার হাতিয়ে নিল সাড়ে ১৪ কোটি টাকার এনএফটি

সাই-টেক ডেস্ক

প্রকাশিত: ০৭:৪৮ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২২ সোমবার  

ওপেনসি নামক এনএফটি বেচাকেনার জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম থেকে জনৈক হ্যাকার প্রায় ২৫৪টি ডিজিটাল সম্পদ এনএফটি (নন-ফাঞ্জিবল টোকেন) হাতিয়ে নিয়েছে।

গত শনিবার (১৯ ফেব্রুয়ারি) এ হ্যাকিং-এর ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

চুরি হওয়া এ এনএফটি'র অর্থমূল্য প্রায় ১২ লাখ পাউন্ড বা প্রায় ১৪ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা।

ওপেনসি এই চৃরির ঘটনা নিশ্চিত করেছে। ফিশিং ইমেইল ব্যবহার করে এ হ্যাকিং-এর ঘটনা ঘটেছে।

ব্লকচেইন পদ্ধতির সাথে সংশ্লিষ্ট এনএফটি হচ্ছে ডিজিটাল টোকেন যার কেবল ক্রয়কারী ব্যক্তি মালিকানা দাবি করতে পারেন।

সূত্র: স্কাই নিউজ