অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দেশের জন্য অস্ত্র হাতে লড়তে প্রস্তুত ৭৯ বছরের বৃদ্ধা

সাতরং ডেস্ক

প্রকাশিত: ০৬:৫৫ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২২ সোমবার  

ইউক্রেনের সীমান্ত-সন্নিকটে সেনা সমাবেশ করেছে। দীর্ঘদিন ধরে চলমান এ সংকট ক্রমশ ঘনীভূত হচ্ছে।

মার্কিন যুক্তরাষ্ট্র বলছে, রাশিয়া ইউক্রেনে আক্রমণ করতে পারে। অন্যদিকে রাশিয়া সবসময় এ দাবি নাকচ করেছে।

তবে এদিকে বসে নেই ইউক্রেনের সাধারণ মানুষ। নিজের দেশকে যে কোনো ধরনের আক্রমণ থেকে বাঁচাতে নিজেরা স্বেচ্ছায় অস্ত্র প্রশিক্ষণ নিতে শুরু করেছে দেশটির বেসামরিক নাগরিকেরা।

তাদেরকে দেখা গেছে বন্দুক হাতে প্রশিক্ষণ নিতে। আবার অনেকে স্রেফ বন্দুকের নকশায় তৈরি কাঠের টুকরা নিয়েও প্রশিক্ষণে নেমেছেন।

এবার তাদের সাথে যোগ দিয়েছেন ৭৯ বছর বয়সী এক ইউক্রেনিয়ান নারী। নিজের দেশকে যেকোনো ধরনের আক্রমণ থেকে প্রতিরোধ করতে হাতে একে-৪৭ কালাশনিকভ রাইফেল তুলে নিয়েছেন তিনি।

রবিবার (১৩ ফেব্রুয়ারি) ইউক্রেনের দনেৎস্কে দেশটির ন্যাশনাল গার্ড-এর দেওয়া এক প্রশিক্ষণ পর্বে ওই বৃদ্ধাকে অস্ত্র হাতে দেখা যায়।

তার নাম ভ্যালেন্টিনা কন্সট্যান্টিনোভ্স্কা। তিনি বলেন, গুলি চালানোর জন্য প্রস্তুত আমি।

তার ভাষায়, 'নিজের দেশ, শহর, সন্তানদের বাঁচাতে আমি গুলি ছুঁড়ব। এর জন্য আমি প্রস্তুত। আমি আমার দেশ, শহর হারাতে চাই না।'

ইউক্রেনের রিজার্ভ বাহিনীতে আড়াই লাখ মানুষ রয়েছেন। এদের মধ্যে বড় একটি অংশ নারী।

সূত্র: আই নিউজ